Sea Fever 1) Who wrote the poem ‘Sea Fever’? Ans:- John Masefield wrote the poem ’Sea Fever’. 2) What was the favourite place of the poet? Ans:- To see the sea was the favourite place of the poet. 3) What do you mean by steer? Ans:- Steer means to control the direction of movement. 4) What was the colour of mist on the sea’s face? Ans:- The colour of the mist was grey. 5) What thing did not the poet deny? Ans:- The poet can not deny the call of running tide. 6) Write the name of Sea-bird? Ans:- Sea-gull is the name of a sea-bird. 7) Who wants to live a gypsy life? Ans:- The poet wants to become a gypsy life. 8) Write the name of the sea-animal? Ans:- Whale, a name of the sea-animal. 9) What do you mean by whetted knife? Ans:- Whetted knife means sharpened knife. 10) What kind of day does the poet prefer for siling? Ans:- The poet prefers va...
সুজয় মহলী
শান্ত হয়েছে ;অশান্তের কোলাহল,
কালো চাদরে ডেকেছে সব।
আমি একা নিরবে ;বসে আছি আধারে,
সঙ্গী হবে কে আমার?এখনো তা অজানারে।
ওই উঠেছে আঁধারের বুকে; হাল্কা আলোয় জোনাকি সুখে,
নেবে কি বন্ধু তোমার সাথে? আমি যাবো তোমার দেশে।
কেমন করে পাও তুমি সুখ ! বুজবো তা মনেপ্রাণে।
ঝিঁঝিঁপোকার ব্যস্ত সুরে; পাখিরা সব রয়েছে শুয়ে ,
শুধু রয়েছে জেগে দূরে ; বড় বড় চোখ করে ,
গাছের ডালে চুপটি করে; কেমন করে শিকার ধরে ,
জানতে হবে বন্ধু হয়ে; আজ এই শেষ প্রহরে ।
হঠাৎ শালপিয়ালের গন্ধ লেগে; আসলো বাতাস চুপ্টি করে,
হয়ে গেলাম বিভোর আমি , মহুয়ার নেশাতে,
পরল চোখ আকাশপানে ; বিন্দু বিন্দু তারা জলে।
ভুলিনি আমি আজও তোমায়; রেখেছি লিখে মনের খাতায় ,
যত দূরে যাওনা তুমি ;তোমায় আমি বন্ধ করে, দেবো পারি বহুদূরে ।
বিদায় বন্ধু ! এই রজনীতে ,
হবে দেখা, আবার কোন মধুর রাতে।
Comments
Post a Comment