Sea Fever 1) Who wrote the poem ‘Sea Fever’? Ans:- John Masefield wrote the poem ’Sea Fever’. 2) What was the favourite place of the poet? Ans:- To see the sea was the favourite place of the poet. 3) What do you mean by steer? Ans:- Steer means to control the direction of movement. 4) What was the colour of mist on the sea’s face? Ans:- The colour of the mist was grey. 5) What thing did not the poet deny? Ans:- The poet can not deny the call of running tide. 6) Write the name of Sea-bird? Ans:- Sea-gull is the name of a sea-bird. 7) Who wants to live a gypsy life? Ans:- The poet wants to become a gypsy life. 8) Write the name of the sea-animal? Ans:- Whale, a name of the sea-animal. 9) What do you mean by whetted knife? Ans:- Whetted knife means sharpened knife. 10) What kind of day does the poet prefer for siling? Ans:- The poet prefers va...
প্রকৃতির আড়ালে
সুজয় মহলী
ভুলেছি উনিশ বছরের দুঃখ হতাশা; একটি মাত্র দৃশ্যের আড়ালে ,
পেয়েছি হারানো সুর, চলে গিয়েছিল বছর চারেক আগে ।
বিদ্যুৎ বিচ্ছেদ গ্রামের ঘরে; এসেছে অনেক বছরের সন্ধ্যা মনের আকাশে ,
আহা! আহা ! কি দেখিলাম জননীরে এমন মধুর রাতের পোশাকে ।
স্বপ্নের চাঁদরে মোরা; আধার ঘেরাটোপে,
আকাশ দেয় ডাক ,আই আমার সাথে।
দেখাবো তোকে নিরুদ্দেশের পথ; দুঃখের সীমানা ছাড়িয়ে ,
স্পর্শ করাবো পাহাড়-পর্বত , নদী-নালা, বাড়ি- শস্য মারিয়ে ।
হালকা- গাঢ় গাছের সারি ; করে আলাপন ,
মিষ্টি গন্ধে হবে পাগল আসলে,আসলে শীতল সমীরণ ।
শাঁখের আওয়াজ, প্রদীপের আলোয় ;ধুপ চন্দনের সুগন্ধে ,
গ্রামের মানুষ মেতেছে এবার, শান্তির সমুদ্রে।
দূর থেকে আসা গানের তালে,
মন ভেসে যায় চন্দ্রিমার খাল-বিলে।
ঝিঁঝিঁপোকার একটানা সুরে ,
ব্যস্ত নাকি বলে যায় প্রহর শেষ হবে এই লগ্নে।
নিঃস্বার্থ পাখির ঝাঁক ; রাতের জগতে ,
ঘুমিয়ে পড়ে, সারাদিনের সব কষ্ট ভুলে ।
নিশানা নিয়ে বসে থাকে; রাতের জগতে,
আমি নিশাচর! ধরবো শিকার এই প্রহরে।
প্রকৃতির খেলা দেখতে দেখতে,
ঘুমিয়ে পড়ি স্বপ্নের জগতে।
ভাঙলো কল্পনা জল্পনার আড়ালে,
কাজটি করে দিতেই হবে, দরকার যে শেষ প্রহরে ।
দোষী নয় সে, দোষী যে তুমি?
কেন মোরে জাগালে? এ যে স্বার্থের ভূমি।
Comments
Post a Comment