Sea Fever 1) Who wrote the poem ‘Sea Fever’? Ans:- John Masefield wrote the poem ’Sea Fever’. 2) What was the favourite place of the poet? Ans:- To see the sea was the favourite place of the poet. 3) What do you mean by steer? Ans:- Steer means to control the direction of movement. 4) What was the colour of mist on the sea’s face? Ans:- The colour of the mist was grey. 5) What thing did not the poet deny? Ans:- The poet can not deny the call of running tide. 6) Write the name of Sea-bird? Ans:- Sea-gull is the name of a sea-bird. 7) Who wants to live a gypsy life? Ans:- The poet wants to become a gypsy life. 8) Write the name of the sea-animal? Ans:- Whale, a name of the sea-animal. 9) What do you mean by whetted knife? Ans:- Whetted knife means sharpened knife. 10) What kind of day does the poet prefer for siling? Ans:- The poet prefers va...
খুশি
সুজয় মহলী
খুলল দরজা পুবের কোণে , সূর্য সমুদ্রে স্নান করে।
বাতাস দেয় পারি ,শীতল গন্ধ মেখে ।
পাখির ডাকে চোখ খোলে ; নিয়ে অনেক আশা ,
আজ এমন হবে , যাহা থাকবে অন্তরে ঠাসা।
এই কথা ভেবে , প্রকৃতিকে নিয়ে , পড়লাম বেরিয়ে -
এক প্রান্তে কাশের খাল ;সবুজ আভা বিপরীতে ,
দেখলাম এক করুণ দৃশ্য , সেই রাস্তার মাঝখানে -
খালি গায়ে ছোট্ট মেয়ে ; মাথার উপর বোঝা,
এবার সে তুলতে চায় , তাজা গোবর খানা ।
পথের মাঝে এমন ছবি ; সাত বছরের আঁকা ,
আমি খুশী ! বললো সে , কইলাম যখন কথা।
কোথায় তোমার ঘর ও খুশি ? তুমি কি একা ?
না গো দাদা ! ওই যে দূরে ! কুঁড়েঘরে , আছি আমার মা ।
দেবো মাকে কাঠ,ঘুটে, রাধবে মা শাকভাত ,
খাব পেট পুরে , তাইতো কষ্ট আছে ।
চলি দাদা ! মার যে চোখ আমার পানে ,
দাড়াও খুশি ! যাবে পরে ,মা ছাড়া কেউ নেই তোমার সনে ?
ছিল সবাই জন্মের আগে-
চোখ মেলে আমি দেখি ; প্রকৃতি আমার কাছে ,
বাপ চলে গেছে নাকি , ওই দূর আকাশে মাঝে।
দূর থেকে আশীর্বাদ দেয় , মা এমনটাই বলে।
এতো নয় আশীর্বাদ ; অভিশাপই বটে ,
না গো দাদা ! আমি খুশি তাই তো এমন ঘটে।
সকাল কাটে মুড়ি খেয়ে ;খাল-বিলের পাশে ,
ধরি মাছ মনের আনন্দে , যা আছে তাই দিয়ে।
ঘাসের দেশের রঙের খেলা; প্রজাপতি মেলে ডানা ,
জড়ো করি ধানের শীষ , আমি আর ময়না ।
ছায়া ভরা গাছের নিচে ; গল্প করি পাখির সনে ,
তারা বেজায় ঝগড়া করে , জায়গা খানা নিয়ে।
গাছের ফুল ধোকা ধোকা , নাচতে নাচতে বাড়ি ফেরা।
বিকেল পড়তে না পড়তে ; ছুটে যায় অজানা নিরুদ্দেশে ,
ওই যে ভ্রমর ! ওইযে প্রজাপতি !ওদের সাথে করি তখন মাতামাতি।
ঘাসেরা যে পা জড়িয়ে ধরে ,খেলতে হবে এই কথা যে বলে ।
গোধূলিতে গরুর দল ; চলে সারিসারি ,
আমারও হয় সময় , যেতে হয় বাড়ি তাড়াতাড়ি।
বাড়ি ফিরে সন্ধ্যাবেলায় ; দেখি প্রদীপ জ্বলছে ঘরে ,
চুপ করে বসে পড়ি , পা ধুয়ে মায়ের কোলে।
মা নিয়ে যায় অন্য দেশে ;গল্প বলে,
ঘুমিয়ে পড়ি , যদি বৃষ্টি না পরে গায়ে।
অনেক হয়েছে সময় দাদা! এবার আমি চলি?
আমি খুশি ! থাকব খুশি , এই আমার গলি ।
সত্যি হলো দিন যে আমার ; নিল জায়গা মনে ,
এতো নয় কবিতা শুধু , খানিকটা যে বাস্তব রে ।
সমাপ্ত
My blog is free for all.If any body who wants to read this bengali poem into english,so,please go to the language translate bar on the right middle site and select your language,then wait few seconds and automatically would change the language of your choice,Thank you so much all of you.
ReplyDelete