Sea Fever 1) Who wrote the poem ‘Sea Fever’? Ans:- John Masefield wrote the poem ’Sea Fever’. 2) What was the favourite place of the poet? Ans:- To see the sea was the favourite place of the poet. 3) What do you mean by steer? Ans:- Steer means to control the direction of movement. 4) What was the colour of mist on the sea’s face? Ans:- The colour of the mist was grey. 5) What thing did not the poet deny? Ans:- The poet can not deny the call of running tide. 6) Write the name of Sea-bird? Ans:- Sea-gull is the name of a sea-bird. 7) Who wants to live a gypsy life? Ans:- The poet wants to become a gypsy life. 8) Write the name of the sea-animal? Ans:- Whale, a name of the sea-animal. 9) What do you mean by whetted knife? Ans:- Whetted knife means sharpened knife. 10) What kind of day does the poet prefer for siling? Ans:- The poet prefers va...
শিশির ভেজা গন্ধ নিয়ে; শীতল ছোঁয়ার আবেশে,
ভাসবো আমি ডানা মেলে, দূর থেকে দূরান্তে ।
সাদা চাদরে মোড়া ভুবনখানি; সাজিয়ে প্রকৃতি দিয়ে রং তুলি,
হেতায় আছে চিরসুখ, শিউলি বেল ফুলের হাসির মুখ।
কাশের দল বাতাস পেয়ে; দুলছে মাথা আগমনী সুরে,
মোরা একই ঋতুর বন্ধু হয়ে, চলব দুলে দুলে।
ওই যে দূরে নদীতে ; ভাসছে নৌকাখানা,
এক এক করে পাখির দল; উঠছে এবার জেগে, ঘুম ভাঙছে সূর্যটির, ওই অতল সাগরজলে ।
পাল্টে যাবে দৃশ্য এবার ;ব্যস্ত জীবনের তালে,
ফিরতে হবে আবার এ পথ ধরে, শেষ জীবনের নামে ।
চলে যাবে ভুবন ছেড়ে সবাই এক এক করে,
গড়বে আবার নতুন করে ,নতুন আগমনী সুর।
সমাপ্ত
Comments
Post a Comment