Sea Fever 1) Who wrote the poem ‘Sea Fever’? Ans:- John Masefield wrote the poem ’Sea Fever’. 2) What was the favourite place of the poet? Ans:- To see the sea was the favourite place of the poet. 3) What do you mean by steer? Ans:- Steer means to control the direction of movement. 4) What was the colour of mist on the sea’s face? Ans:- The colour of the mist was grey. 5) What thing did not the poet deny? Ans:- The poet can not deny the call of running tide. 6) Write the name of Sea-bird? Ans:- Sea-gull is the name of a sea-bird. 7) Who wants to live a gypsy life? Ans:- The poet wants to become a gypsy life. 8) Write the name of the sea-animal? Ans:- Whale, a name of the sea-animal. 9) What do you mean by whetted knife? Ans:- Whetted knife means sharpened knife. 10) What kind of day does the poet prefer for siling? Ans:- The poet prefers va...
মাছরাঙা
ওই যে এল ! বন্ধু আমার ; রুপের নকশা মেখে,
প্রকৃতি তোমায় বানিয়েছে , স্বপ্নের রং তুলি দিয়ে।
তোমায় দেখলে মনের জোয়ার ; যাই যে বেড়ে,
তাই তো আমি মিশে যাই , তোমার স্বপ্ন জালে।
যখন তুমি ক্লান্ত হয়ে ; ডুব দাও জলের তলে ,
আমি ভাবি আর এক বার , দেখবো এ খেলা কত পরে?
তুমি এখন যাবে চলে ; মনটাকে দুঃখ দিয়ে ,
তাই আমি যাবো চলে , তোমার সাথে তোমার দেশে ।
দেশেতে আজ বিষের নেশা ; স্বার্থদের রাজ্য ,
আমি বড়ো তুই ছোটো , ভাগ ভাটোয়ারায় সব মও।
অশিক্ষার বাধা জালে ; মরছে সব অনাহারে ,
নেই তাদের পাশে কেউ , সবাই সবার তালে ।
যাক ! হয়েছে শান্তি এবার ; চিতার ওপর তুলে ,
আবার আমরা ভাসাবো তরী , মদ সাগরের জলে ।
থাকবে না কেউ বলার ; এই স্বার্থের মেলাতে ,
দেশ চলবে এইভাবে , ধ্বংসের শেষ বেলাতে ।
চাইনা ! এমন সুখ রাজ্য ; নেশার ঘোরে মরতে ,
তাইতো বন্ধু চাই বাকি জীবনটা , তোমার রাজ্যে কাটাতে ।
তুমি জানো বাসতে ভালো ; সুখ রাজ্যের ঘর করে ,
অল্পতেই জীবন তোমার ; কেটে যায় প্রকৃতির খোলা ভুবনে ।
যেদিন আমি যাব চলে ; পাবোনা কষ্ট এই নরকে ,
কিন্তু বন্ধু কষ্ট হবে ! তোমায় ছেড়ে যেতে ।
আসবো আমি আবার ফিরে ; তোমায় ভালোবেসে,
চিনে নিও সেদিন তুমি , তোমার মন দিয়ে।
।সমাপ্ত।
I wrote the poem in bengali but anyone whom are interest to read this poem of their language, please go THE TRANSLATE SEARCH BAR AND SELECT YOUR LANGUAGE which is Middle of the Right side.
ReplyDelete