Sea Fever             1) Who wrote the poem ‘Sea Fever’? Ans:- John Masefield wrote the poem ’Sea Fever’. 2) What was the favourite place of the poet?  Ans:- To see the sea was the favourite place of the poet.  3) What do you mean by steer?  Ans:- Steer means to control the direction of movement.  4) What was the colour of mist on the sea’s face?  Ans:- The colour of the mist was grey.  5) What thing did not the poet deny?  Ans:- The poet can not deny the call of running tide.  6) Write the name of Sea-bird?  Ans:- Sea-gull is the name of a sea-bird.  7) Who wants to live a gypsy life?  Ans:- The poet wants to become a gypsy life.  8) Write the name of the sea-animal?  Ans:- Whale, a name of the sea-animal.  9) What do you mean by whetted knife? Ans:- Whetted knife means sharpened knife.  10) What kind of day does the poet prefer for siling?  Ans:- The poet prefers va...
                                   পৃথিবী আবার উঠবে গড়ে
                                            সুজয় মহলী
আমি এসেছি শান্ত ব্যস্ত স্বভাবে ,  পৃথিবীকে আবার পৃথিবী বানাতে।
শ্রীকৃষ্ণ বানিয়েছে প্রেমের মন্দির ,   মনের আধাত্মিক প্রেমিক হয়ে।
একালব্য হয়েছি শ্রেষ্ঠ শিষ্য  ,          গুরু দ্রোণাচার্য কে গুরুদক্ষিণা দিয়ে ।
কর্ণ হয়েছে মহান দাতা ,                 নিজের জীবন দান করে।
ভীষ্ম রেখেছে প্রতিজ্ঞা ,                 চলে গেছে ইচ্ছা মৃত্যু নিয়ে।
দ্রৌপদীর অসম্মানে আব          কুরুক্ষেত্রে ধর্মের জয় হবে ।
পেনালোপের সতীর্থ ,                ইথিকা আবার স্বর্গ হবে।
 প্রহ্লাদের হরিভক্তি ,                হিরণ্যকশিপুরের কাল হবে ।
দধীচির নিঃস্বার্থ ত্যাগে ,        তারকাসুর বধ হবে।
ইভের কথায় করবেনা দ্বিতীয় ভুল ,   আদম স্বর্গকে নরক বানাতে 
হেলেনার রূপে আর পুড়বে না ট্রয় ,   অখিলেশ থাকবে  বসে।
অডিসিয়াস খুলবেনা আর কৌতুহলের ঝোলা , করতে দীর্ঘ সমুদ্র অভিযান ।
প্যান্ডোরা এবার বাক্স পেলে ,     নতুন করে আনবে না বিপদে প্রাণ
সীতা বসবে পঞ্চবটী বনে ,  রাবণ পাবেনা সাহস রাম আছে সাথে ।
হেরা ঘুরবে মনের আনন্দে ,    আইজিয়ন পাবে ভয় আগুনে পুড়বে তাই।
মেডুসার দিকে তাকাবে না কেউ ,     পাথরের মূর্তি হতে  ।
ডাইনা স্নান করবে মনের সুখে ,    কেউ দেখবেনা পাছে শিকার হতে।
পরস্পাইনের রুপ এবার ,      যাবে না মিশে অন্ধকারের দেশে ।
বেহুলা নাচবে নটরাজ হয়ে ,       ইন্দ্রসভা কাঁপিয়ে দিতে।
 হিড়িম্বা ভীমের বিরহে ,     ঘটৎকচ কে তৈরি করবে ।
গান্ধারীর সব শক্তি ,            পাবে না এবার দূর্যোধনে।
সাগর ভরা নীল জল  ,          হয়নি লাল ম্যাকবেথের পাপে ।
বুর্জোয়ারা পেয়েছে কাছে ,           রুশোর মতো বন্ধু পাশে ।
বাথসেবার অনেক অপমান ,  তবু গ্যাব্রিয়েলের মন না রাগে।
সোফিয়া সেই ঘুরে ফিরে ,               টমের সাথে মন বাধে।
জুলিয়াস সিজার রাখবেনা সাথে ,ব্রুটাস এর মত বন্ধু কাছে।
নেপোলিয়ান এগিয়ে যাবে ,      অসম্ভবকে সম্ভব করতে।
বীর আলেকজান্ডার উড়াবে জয়পতাকা , পৃথিবী জুড়ে যুবক বয়সে ।
শাহজাহান বানাবে তাজমহল ,       মমতাজের স্মৃতি নিয়ে।
ক্ষুদিরামের হাসিতে ,                       ফাঁসি হবে কাপুরুষের ।
জিওনার্দো ব্রুনো করবে জয় ,               সত্যমেব জয়তে ।
প্রীতিলতা রাখবে মান ,                    সূর্যসেনের আত্ম জ্ঞান ।
ডিরোজিও প্রকৃত শিক্ষক হবে , আলোর প্রদীপ জ্বালিয়ে দিতে।
রামমোহন ভাষার বীজ ,            ছড়িয়ে দেবে চতুর্দিকে।
 বিদ্যাসাগর ভাসিয়ে দেবে ,         ভালোবাসা দানসাগরে।
মাদার টেরিজা দেশ ছেড়ে ,               বস্তিকে পবিত্র করে।
 মহাত্মা গান্ধী গীতা দিয়ে ,              সকলকে এক করে।
চৈতন্য বাজাবে বাঁশি ,                    জাত-পাতের মাঝে বসে ।
দেবী সারদা হবে মা ,                      সকলকে সন্তান করে ।
রামকৃষ্ণ বেড়াবে ঘুরে,                    সকলকে মা বলে।
বিবেকানন্দ জাগাবে সবাইকে ,       আকাশের নিচে বসিয়ে।
যীশু তার নিজের রক্ত দিয়ে ,  পাপিদের পাপমুক্ত করাবে।
গৌতম বুদ্ধ মানুষের দুঃখের সমাধান খুঁজতে ,অরণ্যে  ধ্যান করবে।
লোকনাথের আবির্ভাবে নতুন করে ,       ঈশ্বর লাভ হবে।
কবীর মুসলমান হয়ে ,                 হিন্দু ঘরে আহার করবে।
মাইকেল এঞ্জেলোর শেষ বিচার হয়েছে,      তার হাত কেটে।
গ্যালিলিওর আবিষ্কার শেষ হয়েছে ,          অন্ধকার জেলে।
লিওনার্দো দা ভিঞ্চি মৃত্যুতে ,             লাভ হয়েছে অন্যদের ।
রাফায়েলের সৃষ্টি থেমে গেছে ,           অল্প বয়সে মৃত্যু ঘটে।
কালিদাস না রচিলে ,         কেমনে অলকাপুরী তৈরি হতো ? 
রাধাকৃষ্ণের প্রেমালীলা কে করিতো , যদি  জয়দেব না হতো?
অপু দুর্গার মুক্ত জীবন ,   কে রাখতো মনে  বিভূতিভুষণ  না বললে ?
একাকী মেয়ের মনে বাজা গান  ,  কে শুনিতো ওয়ার্ডসওয়ার্থ না শোনালে ?
সক্রেটিস জ্ঞানের উজাগর করতে গিয়ে ,  পরিনামে হেমলক পান করে। 
প্লেটো পৃথিবীর  রহস্য উদঘাটন করতে গিয়ে, সুখ ভুলে গেছে। 
এ্যারিস্টোটল ধন্য হয়েছে ,                  ক্যাথারসিস বলে ।
কনফুসিয়াস বুঝেছিল ,     শিক্ষার দরকার সকলের আছে।
শিশু থেকে মানুষ হতে গেলে ,          সংস্কৃত ভাষা জানা চাই। 
কৃষকদের নিয়ে বিদ্রোহ চাইলে ,  মাওসেতুং এর মত মাথা চাই। 
দাসরা  সবচেয়ে বড় শক্তি ,   তার জন্য কাল মার্কস ই শেষ উক্তি।
ওয়াশিংটনের মত মানুষ হলে ,   প্রথমবারেই দাসত্ব মুক্তি।
মনের আবেগ ফুটাতে হলে , ভার্জিনা উলফের মত বুঝতে হবে।
গ্রামের স্বাদ বুঝতে হলে ,     জীবনানন্দ দাশের দেশে যাবে।
মহাকাব্য বানাতে হলে ,             বাল্মিকী কে চিনতে হবে।
বাস্তবকে তুলে ধরতে হলে ,   শরৎচন্দ্রকে পাশে রাখতে হবে।
মাকড়সা পারে জাল বুনতে ,            চক্রব্যূহে কুরুক্ষেত্রে।
মাছরাঙ্গা ধৈর্য রাখে ,            কাজের শেষে পরিণতি পেতে।
পিঁপড়ে ব্যস্ত থাকতে জানে ,              কর্মই ধর্ম জ্ঞান পেতে।
ময়ূর পেখম মেলতে জানে ,          পৃথিবীতে রঙিন বানাতে।
ভাটিয়ালি গানে মুগ্ধ হতে , বসতে হবে নদীর পাড়ে মাঝরাতে ।
শাল-পিয়ালের গন্ধ পেতে ,           ঢুকতে হবে বনের মাঝে ।
বৃষ্টির স্বাদ পেতে হলে ,    ভাসাতে হবে দেহ বৃষ্টি ফোটা জলে।
চোখে আনন্দ দিতে হলে ,    যেতে হবে কোন পাহাড়ে ঘেরা সবুজ ঘাসের কোলে।
স্ট্যালিনের কড়া শাসনে ,      এবার মানুষ জাগবে প্রতিবাদে।
ম্যাৎসিনি আধ্যাত্মিক পুনর্জাগরণে ,  নব্য পৃথিবী তৈরি হবে।
নেতাজির মন্ত্রমুগ্ধ               ভারতবাসী আবার স্বাধীন হবে।
সম্রাট অশোক বিশ্বাসের স্তম্ভ দিয়ে ,    ভুল থেকে ঠিক হবে।
অখন্ড ভারত নির্মাণে ,         চাণক্য আসছে ছুটে তীব্র বেগে।
চন্দ্রগুপ্ত একাই একশো ,                  গুরুর মত গুরু পেলে।
সি ওয়া্ং শত্রুদের মাঝে ,         আবার বিশাল পাঁচিল দেবে।
রবিনহুড  ধনীদের লুটে ,       গরিব বাঁচাবে জীবন দিয়ে।
হতেই হবে আর্কিমিডিসের মত ,   ইউরেকা বলে আনন্দ পেতে।
হতে হবে চরকের মতো ,          আয়ুর্বেদ জানতে হলে।
হতে হবে টমাস মোর এর মত ,     ইউটোপিয়া তৈরি করতে ।
হতে হবে শ্রবণ কুমার , পিতা-মাতার  দায়িত্ব নেওয়ার কাজে।
সমাজ কে ব্যঙ্গ করতে ,           জোনাথন সুইফট যথেষ্ট হবে।
সমাজের ভুল ধরাতে ,                বার্নাড শ কাজে লাগবে।
কল্পনার প্রকৃতিতে ঢুকতে হলে ,    জন কিটসের স্বপ্নে যাবে।
ভালোবাসাকে বিজয় করতে হলে ,    শেক্সপিয়ার সঙ্গে রবে।
পৃথিবীতে যা ভালো আছে ,       তাহার শেষ হবেনা যে।
চোখের স্বাদ মিটে গেলে  ,         মনের স্বাদ বুঝতে পাবে ।
প্রকৃতিতে যাহা আছে  ,           তাহা নিয়ে সমাজ অনুকরণ।
বুদ্ধির থেকে মন বড়  ,              প্রকৃতি থেকে  সমাজ ছোট।
এখানেই আমার স্বপ্ন পূরণ ,       পৃথিবী আবার নেবে ধরণ।
                                            সমাপ্ত

Comments
Post a Comment