Sea Fever 1) Who wrote the poem ‘Sea Fever’? Ans:- John Masefield wrote the poem ’Sea Fever’. 2) What was the favourite place of the poet? Ans:- To see the sea was the favourite place of the poet. 3) What do you mean by steer? Ans:- Steer means to control the direction of movement. 4) What was the colour of mist on the sea’s face? Ans:- The colour of the mist was grey. 5) What thing did not the poet deny? Ans:- The poet can not deny the call of running tide. 6) Write the name of Sea-bird? Ans:- Sea-gull is the name of a sea-bird. 7) Who wants to live a gypsy life? Ans:- The poet wants to become a gypsy life. 8) Write the name of the sea-animal? Ans:- Whale, a name of the sea-animal. 9) What do you mean by whetted knife? Ans:- Whetted knife means sharpened knife. 10) What kind of day does the poet prefer for siling? Ans:- The poet prefers va...
স্বর্গ
সুজয় মহলীপারবে কি বাসতে ভালো , সবকিছু নতুন করে ?
পারবে কি সুখ দিতে , অসুখের মাঝেতে ?
পারবে কি হাসি দিতে , কান্নার মাঝেতে ?
পারবে কি স্বপ্ন দিতে, বাস্তবের জগতে ?
পারব ভালবাসতে তোমায় ; খেলার ছলে প্রজাপতি হয়ে ,
আঁধারের বুকে জোনাকি হয়ে , অন্ধকার দেবো ঘুছে।
একমুঠো সতেজ গন্ধ নিয়ে ; দুঃখকে ছেড়ে দূরে
নিয়ে যাব এমন দেশে , স্বর্গ যেখানে জীবন গড়ে।
সইবে কি এত সুখ ' এই স্বার্থের দুনিয়াতে?
সহিবে কি এতো ভালোবাসা , এই নরকের পাকেতে?
সইবে কি এত আনন্দ , নিরানন্দের মাঝে ?
সইবে কি এত আশা , নিরাশার কোলেতে ?
সইবে সব এক এক করে -
নিঃস্বার্থ , ভালোবাসা ও বিশ্বাস যদি থাকে মনে ।
ভালবাসার ঘর করে থাকব মোরা প্রকৃতির কোলে ।
চাওয়া যেখানে অতি অল্প ; আনন্দ যেখানে করে গল্প ,
নরকের রাজ্য বৃথা হবে , স্বর্গ দেশ বিরাজ করবে ।
কথায় কি শান্তি মেলে ,অশান্তির নেশাতে ?
কথায় কি সব পূরণ হয় ,অপূর্ণের ঝুলি থেকে ?
কথায় কি সত্যি হয় , যাহা চায় প্রাণেতে ?
কথায় কি পারে দিতে , আমায় ঠাই তোমার মনে?
কথাই পারে তোমার ঠোঁটে ;আমার হাসি ফুটিয়ে দিতে
বিশ্বাসের মন পারে , সবাইকে আপন করতে ।
ভালোবাসার সুধা ঢেলে; মনের ওপর লেপন হলে ,
সত্যি হবে সবই তোমার যা চাইবে মনেপ্রাণে।
আমি যাই তোমায় নিয়ে সবকিছু গড়তে ,
পৃথিবীটাকে নতুন করে রামরাজ্য করতে।
যেখানে মানুষ , মানুষ নামে করবে আলিঙ্গন,
প্রকৃতি সাজবে নতুন করে , ভরে যাবে সব প্রাণ ।
হাহাকার ঘুচবে চিরতরে ; শান্তি আসবে আকাশ ভরে
হাসি আনন্দে কাটবে জীবন , এই মাতৃভূমির চরণ তলে
সত্যি হবে স্বপ্ন তোমার যদি থাকে ধৈর্য মনে ,
কথা দিলাম তোমার হবো , গড়বো পৃথিবী নতুন করে।
বিশ্বাস রেখো মনের মাঝে; কখনো যেন না ছুটে ,
হাতের কাছে স্বর্গ পাবে , যখন মনের চোখ খুলবে প্রাণে ।
সমাপ্ত
Comments
Post a Comment