Skip to main content

Posts

Showing posts from October, 2019

Featured Post

Most important Short Questions with Answers Sea Fever by John Masefield

  Sea Fever 1) Who wrote the poem ‘Sea Fever’? Ans:- John Masefield wrote the poem ’Sea Fever’. 2) What was the favourite place of the poet?  Ans:- To see the sea was the favourite place of the poet.  3) What do you mean by steer?  Ans:- Steer means to control the direction of movement.  4) What was the colour of mist on the sea’s face?  Ans:- The colour of the mist was grey.  5) What thing did not the poet deny?  Ans:- The poet can not deny the call of running tide.  6) Write the name of Sea-bird?  Ans:- Sea-gull is the name of a sea-bird.  7) Who wants to live a gypsy life?  Ans:- The poet wants to become a gypsy life.  8) Write the name of the sea-animal?  Ans:- Whale, a name of the sea-animal.  9) What do you mean by whetted knife? Ans:- Whetted knife means sharpened knife.  10) What kind of day does the poet prefer for siling?  Ans:- The poet prefers vagrant gypsy lives in a sea-gull and whale’s way.  11) What does the poet do when the

আপন মাঝে(A Poem)

আপন মাঝে সুজয় মহলী আমি চলেছি একা একা পাহাড়; নদী - সাগর ধরে, খুজেছি বনবাদাড়ে, সবুজের আভা নিয়ে।  পাইনি কোথাও তোমায় দেখা; জনলোকের মাঝে,  একাকী হেতায় মিলেছি, তোমার সনে। তোমায় আমি দেখাবো; জোসনা রাতের আলো জ্বেলে,  সবাই কেমন আনন্দ করে, ভয় কে সামনে রেখে।  ইঁদুর ঘোরে আহারের টানে ; পেঁচা তার সামনে ডাকে,  পারেনা পেঁচা খুঁজতে তাকে, বৃষ্টি তখন এসে পড়ে। মুষলধারে বৃষ্টি হলে; ময়ূরী নাচে পেখম মেলে,  সাপ বেজি লড়াই ছেড়ে, দেখে তাকে দুচোখ ভরে । ময়ূর আসে ছুটে ছুটে ;প্রেমলীলার বাঁশি বাজে,  ঝিঝি পোকা সুর তোলে ,ব্যাঙের ডাক অবিরাম বাজে। পাহাড় সাজে ফুলের ঝোপে ;বৃষ্টি হলে গা ভেজে,  গলা মাটি এঁকেবেঁকে ,জলের সাথে মিশে চলে । জমা হয় নদীর ধারে ; নতুন গন্ধ  লাগে,  নদী ছুটে চলে প্রবলবেগে, সমুদ্রের মাঝে মিশে যেতে। সমুদ্র নিচে ঢেউ তোলে; জলের রং সাদা করে , হঠাৎ নদী নতুন রঙ নিয়ে, সমুদ্র মাতাল করে।  নেশায় সমুদ্র মাতাল হয়ে; আছড়ে পরে কিনারার কোলে,  জানি তুমি শান্তি পাবে, এইসব আপন ভেবে।

পুকুর(A Poem)

                              পুকুর                           সুজয় মহলী বাগানের মাঝখানেতে আছে ডোবা খানিকটা জুড়ে, বৃত্তকার আকার নিয়ে উদরে অনেকেই রেখে, বাইরে এক রূপ নিয়ে ধরা দেয় অন্য রূপে, আম- কাঁঠালের নুয়ে পড়া ডাল স্নান করে দমকা বাতাস এলে। হংসগুলো এঁকেবেঁকে শাপলার বুক চিরে,  দেয় পাড়ি গোলাপি পদ্মবনের মাঝে।  পদ্ম তার সময় হলে একা করে পাপড়ি মেলে,  মৌমাছি ছুটে এসে মধু খেয়ে , ফুলের ভেতর ঘুমিয়ে পড়ে। প্রজাপতি রং মেলে ফুলের সাথে খেলা করে,  মৌমাছি ঘুম ছেড়ে প্রজাপতিকে বন্ধু করে।  শোল মাছটি ছানা নিয়ে ঘুরে বেড়ায় পুকুর ধরে,  হাটু জলে দাঁড়িয়ে বক ,মাছরাঙ্গা ঝাঁপ দেয় জলের তলে । সূর্যের রং লেগে জলে রং পাল্টায় বারেবারে গাছের পাতা ঝরে পড়ে নৌকা হয়ে ভেসে চলে । কাঁচের মতো জলের আয়নায় ,রুপ-লাবণ্য ছড়িয়ে পরে। সেথায় আঁধার কালিমা সন্ধ্যা হবার নাম নিয়ে,  পাখিরা ঝগড়া করে গাছে গাছে বাসা নিয়ে , তারপর সব শান্ত হয় পুকুরে নিঝুম নিরালায়। জলের তলায় গল্প অনেক যারা তাকিয়ে থাকি আকাশ পানে  কখন ফুটবে চাঁদ-তারারা আকাশের গর্ভ থেকে  মাঝে মাঝে সব থমকে

শান্তি(A Poem)

  শান্তি সুজয় মহলী  শান্ত হয়েছে ;অশান্তের কোলাহল,  কালো চাদরে ডেকেছে সব।  আমি একা নিরবে ;বসে আছি আধারে,  সঙ্গী হবে কে আমার?এখনো তা অজানারে।  ওই উঠেছে আঁধারের বুকে;  হাল্কা আলোয় জোনাকি সুখে,  নেবে কি বন্ধু তোমার সাথে? আমি যাবো তোমার দেশে।  কেমন করে পাও তুমি সুখ ! বুজবো তা মনেপ্রাণে।  ঝিঁঝিঁপোকার ব্যস্ত সুরে; পাখিরা সব রয়েছে শুয়ে ,  শুধু রয়েছে জেগে দূরে ; বড় বড় চোখ করে ,  গাছের ডালে চুপটি করে; কেমন করে শিকার ধরে ,  জানতে হবে বন্ধু হয়ে; আজ এই শেষ প্রহরে ।  হঠাৎ শালপিয়ালের গন্ধ লেগে; আসলো বাতাস চুপ্টি করে,  হয়ে গেলাম বিভোর আমি , মহুয়ার নেশাতে,  পরল চোখ আকাশপানে ; বিন্দু বিন্দু তারা জলে।  ভুলিনি আমি আজও তোমায়; রেখেছি লিখে মনের খাতায় ,  যত দূরে যাওনা তুমি ;তোমায় আমি বন্ধ করে, দেবো পারি বহুদূরে ।  বিদায় বন্ধু ! এই রজনীতে ,  হবে দেখা, আবার কোন মধুর রাতে।

প্রকৃতির আড়ালে(A Poem)

প্রকৃতির আড়ালে সুজয় মহলী ভুলেছি উনিশ বছরের দুঃখ হতাশা; একটি মাত্র দৃশ্যের আড়ালে , পেয়েছি হারানো সুর, চলে গিয়েছিল বছর চারেক আগে ।  বিদ্যুৎ বিচ্ছেদ গ্রামের ঘরে; এসেছে অনেক বছরের সন্ধ্যা মনের আকাশে , আহা! আহা ! কি দেখিলাম জননীরে এমন মধুর রাতের পোশাকে । স্বপ্নের চাঁদরে মোরা; আধার ঘেরাটোপে,  আকাশ দেয় ডাক ,আই আমার সাথে।  দেখাবো তোকে নিরুদ্দেশের পথ; দুঃখের সীমানা ছাড়িয়ে , স্পর্শ করাবো পাহাড়-পর্বত , নদী-নালা, বাড়ি- শস্য মারিয়ে । হালকা- গাঢ় গাছের সারি ; করে আলাপন , মিষ্টি গন্ধে হবে পাগল আসলে,আসলে শীতল সমীরণ । শাঁখের আওয়াজ, প্রদীপের আলোয় ;ধুপ চন্দনের সুগন্ধে , গ্রামের মানুষ মেতেছে এবার, শান্তির সমুদ্রে।  দূর থেকে আসা গানের তালে,  মন ভেসে যায় চন্দ্রিমার খাল-বিলে।  ঝিঁঝিঁপোকার একটানা সুরে , ব্যস্ত নাকি বলে যায় প্রহর শেষ হবে এই লগ্নে।  নিঃস্বার্থ পাখির ঝাঁক ; রাতের জগতে , ঘুমিয়ে পড়ে, সারাদিনের সব কষ্ট ভুলে । নিশানা নিয়ে বসে থাকে; রাতের জগতে,  আমি নিশাচর! ধরবো শিকার এই প্রহরে।  প্রকৃতির খেলা দেখতে দেখতে,  ঘুমিয়ে পড়ি স্বপ্নের জ

The School For Scandal as a Comedy of Manners

  Analysis the structure of the School For Scandal and comment on the ending of the play The School For Scandal by Richard Brinsley Sheridan is generally considered as one of the Sheridan's masterpiece play that represents a Comedy of Manners .This play satirizes the deeds and customs of upper classes brought out through a witty exchange of ideas and a convoluted plot with comic situations that are utilized in order to describe the shortcomings of characters. In regards to characters ,the play entails stock type characters such as the flirt ,the gossip,the wastrel,the bore,the rich uncle among others. However , some individuals have unique qualities. In the drama,the other satirizes malevolent gossip and two -facedness in a trendy society of London in the 1770 A.D. The School For Scandal was heralded the play as a " Real Comedy "that would succeed the sentimental dramas that had filled the stage during the time . The genre of the play is a Comedy ,which is

The Duchess of Malfi as a Revenge Tragedy

The Duchess of Malfi as a Revenge Tragedy  The Duchess of Malfi by John Webster is a kind of Revenge aroused from the Seneca traditions of making Revenge the motive farce for the action that leads to the tragedy. Thomas Kyd brought in the Revenge traditions to English drama with his play The Spanish Tragedy . The characterized of Revenge tragedy are: 1) the story should be centered on the characters of noble birth . 2) the narrative should be involved in complex plottings . 2)There should be murder. 4) There should obviously be a desire for Revenge. 5) The plot should involve physical horrors 6)Order should be restored at the end of the play . 7)The presence of supernatural elements.  If we want to consider the Duchess of Malfi as a Revenge Tragedy from the light of their characterizations of Revenge Tragedy pointed out previously, we will find almost all the elements of Revenge Tragedy i n The Duchess of Malfi . This drama contains so many elements of horrors of w

The significance of the Epilogue in Saint Joan

Write a note on the significance of the Epilogue in Saint Joan  Irish playwright George Bernard Shaw was awarded the 1925 Nobel Prize for the play , Saint Joan. " The Epilogue to Saint Joan is a real attempt to show Joan's tragedy in the ultimate light of the Divine Comedy " -Nicholas Greene.  Despite the criticism as anti climate , being comic in tone adversely in the tragic piece, the Epilogue to Saint Joan's ments through understanding Saint Joan in the play is independent , encouraging and jealous. Yet she has to die because as a Protestant , She threatened the authority of the church and as a Nationalist .She imperiled the power of the feudal Lords . This theme of the rejection of the mortal genius by the conservatives elements of society is recapitulated and generalised in Epilogue through comic overtones.  Truly, the Epilogue dramatizes Saint Joan's triumph over the foresee of death and her glory of canonization . Twenty five years

Diagram of All Literally Movement

https://drive.google.com/file/d/1ERDMbMNanxjul_bIMccz72Od8KfPeUuN/view?usp=drivesdk

ডুমুর গাছ(Poem)

                             ডুমুর গাছ                             সুজয় মহলী  ওই গাছের নিচে করে বাস ; কয়েকটা পরিবার।  তারাও জানে বাসতে ভালো ,মন দিয়ে জগতের আলো।  ডুমুর পাতা জড়ো করে ; বসেছে টুনটুনি তাঁত বুনতে ,  যখন বাসা হয়ে যাবে , গদি বিছানা ভিতরে রবে।  তখন সেতাই পারবে ডিম; ফুটবে ছানা , উড়বে একদিন।  বেসে যাবে আকাশ ছিঁড়ে ; ছোট ডানা নিয়ে ,  আবার ফিরে আসতে হবে , এই জন্মভূমির কোলে। পিপিলিকা গর্ত ছেড়ে ; সারিসারি চলছে দূরে ,  ডুমুর গাছের চূড়ায় উঠে ,আহার খোজে।  হঠাৎ মিষ্টি ফলের গন্ধে ,  পিপিলিকার দল সেথায় ছোটে।  আহার জোগাড় হলে ,বিদায় জানাতে চাই গাছে রে।  পারেনা তারা বিদায় জানাতে ,আসতে হবে আবারও যে।  অন্ধকারে গর্ত  জুড়ে ; সাপটি রয়েছে কুণ্ডলী মেরে ,  গাছের পাতার ফাঁক দিয়ে , রুপোলি কাঠি পরছে গায়ে। ভাঙছে ঘুম তার এবার ;চাই যেতে নদীর পাড়ে।  দেবে পাড়ি একবারে ,গাছটাকে ছাড়িয়ে । আবার তাকে ফিরতে হবে ,গাছের ছায়া মাড়িয়ে।  গাছটি শীড় উচু করে; সব দেখে  কাছ থেকে দূরে,  এক এক করে সবাই ফেরে , যারা ছেড়েছে তাকে।

খুশি(Poem)

                                                      খুশি                         সুজয় মহলী  খুলল দরজা পুবের কোণে , সূর্য সমুদ্রে স্নান করে।  বাতাস দেয় পারি ,শীতল গন্ধ মেখে । পাখির ডাকে চোখ খোলে ; নিয়ে অনেক আশা ,  আজ এমন হবে , যাহা থাকবে  অন্তরে ঠাসা।  এই কথা ভেবে , প্রকৃতিকে নিয়ে , পড়লাম বেরিয়ে -  এক প্রান্তে কাশের খাল  ;সবুজ আভা বিপরীতে ,  দেখলাম এক করুণ দৃশ্য , সেই রাস্তার মাঝখানে -  খালি গায়ে ছোট্ট মেয়ে ; মাথার উপর বোঝা,  এবার সে তুলতে চায় , তাজা গোবর খানা । পথের মাঝে এমন ছবি ; সাত বছরের আঁকা ,  আমি খুশী ! বললো সে , কইলাম যখন কথা।  কোথায় তোমার ঘর ও খুশি ? তুমি কি একা ? না গো দাদা ! ওই যে দূরে ! কুঁড়েঘরে , আছি আমার মা ।  দেবো মাকে কাঠ,ঘুটে, রাধবে মা শাকভাত ,  খাব পেট পুরে , তাইতো কষ্ট আছে । চলি দাদা ! মার যে চোখ আমার পানে , দাড়াও খুশি ! যাবে পরে ,মা ছাড়া কেউ নেই তোমার সনে ?  ছিল সবাই জন্মের আগে-  চোখ মেলে আমি দেখি ; প্রকৃতি আমার কাছে ,  বাপ চলে গেছে নাকি , ওই দূর আকাশে মাঝে। দূর থেকে আশীর্বাদ দেয় , মা এমনটাই বলে।

CHARACTERS (FAMOUS) IN ENGLISH

CHARACTERS (FAMOUS) IN ENGLISH 1. Absolute , Sir Anthony; a famous character in Sheridan’s The Rivals. He is an old gentleman with a warm heart. He is one of the most popular characters in English comedy. 2. Adams , Parson; a village parson in Fielding’s Joseph Andrews.  He is a very pious and simple-hearted fellow. He is utterly ignorant of the ways of the world. He is the chief source of humour in the novel. 3. Admirable Crichon; a butler in J. M. Barries’s famous fantasy play of the same title. 4. Agnes ; the daughter of Mr. Wick field, the lawyer, in Dickens’ David Copperfield.         After Dora’s death she becomes David Copperfield’s wife. 5. Little Emily ; Pegotty’s niece who is betrothed to Ham but elopes away with Steer forth in Dickens’ novel David Copperfield. 6. Alice ; a little girl in Lewis Carols’ Alice in Wonderland   and Through the looking Glass. 7. Allworthy ; A charitable gentleman in Fielding’s Tom Jones. He brings Tom Jones up and discovers later on that