Sea Fever 1) Who wrote the poem ‘Sea Fever’? Ans:- John Masefield wrote the poem ’Sea Fever’. 2) What was the favourite place of the poet? Ans:- To see the sea was the favourite place of the poet. 3) What do you mean by steer? Ans:- Steer means to control the direction of movement. 4) What was the colour of mist on the sea’s face? Ans:- The colour of the mist was grey. 5) What thing did not the poet deny? Ans:- The poet can not deny the call of running tide. 6) Write the name of Sea-bird? Ans:- Sea-gull is the name of a sea-bird. 7) Who wants to live a gypsy life? Ans:- The poet wants to become a gypsy life. 8) Write the name of the sea-animal? Ans:- Whale, a name of the sea-animal. 9) What do you mean by whetted knife? Ans:- Whetted knife means sharpened knife. 10) What kind of day does the poet prefer for siling? Ans:- The poet prefers va...
আপন মাঝে সুজয় মহলী আমি চলেছি একা একা পাহাড়; নদী - সাগর ধরে, খুজেছি বনবাদাড়ে, সবুজের আভা নিয়ে। পাইনি কোথাও তোমায় দেখা; জনলোকের মাঝে, একাকী হেতায় মিলেছি, তোমার সনে। তোমায় আমি দেখাবো; জোসনা রাতের আলো জ্বেলে, সবাই কেমন আনন্দ করে, ভয় কে সামনে রেখে। ইঁদুর ঘোরে আহারের টানে ; পেঁচা তার সামনে ডাকে, পারেনা পেঁচা খুঁজতে তাকে, বৃষ্টি তখন এসে পড়ে। মুষলধারে বৃষ্টি হলে; ময়ূরী নাচে পেখম মেলে, সাপ বেজি লড়াই ছেড়ে, দেখে তাকে দুচোখ ভরে । ময়ূর আসে ছুটে ছুটে ;প্রেমলীলার বাঁশি বাজে, ঝিঝি পোকা সুর তোলে ,ব্যাঙের ডাক অবিরাম বাজে। পাহাড় সাজে ফুলের ঝোপে ;বৃষ্টি হলে গা ভেজে, গলা মাটি এঁকেবেঁকে ,জলের সাথে মিশে চলে । জমা হয় নদীর ধারে ; নতুন গন্ধ লাগে, নদী ছুটে চলে প্রবলবেগে, সমুদ্রের মাঝে মিশে যেতে। সমুদ্র নিচে ঢেউ তোলে; জলের রং সাদা করে , হঠাৎ নদী নতুন রঙ নিয়ে, সমুদ্র মাতাল করে। নেশায় সমুদ্র মাতাল হয়ে; আছড়ে পরে কিনারার কোলে, জানি তুমি শান্তি পাবে, এইসব আপন ভেবে।